পুবের কলম, উত্তরপ্রদেশ: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার শ্যামা প্রসাদ সিভিল হাসপাতালে করোনার টিকা নেন তিনি। করোনা মুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভ্যাকসিন আবিষ্কারের পিছনে অবদানের জন্য গবেষকদের ধন্যবাদ জানান যোগী।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাধারণ মানুষকে সমস্ত ভয় দূরে সরিয়ে রেখে টিকা নিতে এগিয়ে আসার জন্য বার্তা দেন। সেইসঙ্গে যোগী সকলকে কোভিড নির্দেশিকা, যেমন মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেন। যোগী এদিন বলেন– উত্তরপ্রদেশ সব সময় কোভিড প্রোটোকল মেনে চলেছে । এখনও পর্যন্ত অন্য রাজ্যের মানুষ উত্তরপ্রদেশকে অনুসরণ করে। তিনি এদিন বলেন– সকল ভারতবাসীর সঙ্গে আমিও করোনা যুদ্ধে শামিল। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ধন্যবাদ জানান। দ্বিতীয় ঢেউয়ের কথা ভয়াবহতার কথা তুলে ধরে সকলকে সচেতন থাকার জন্য আহ্বান জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উত্তরপ্রদেশে সমগ্র ভাবে মোট সংক্রামিতের সংখ্যা ৬,৩০, ০৫৯। মৃত্যু হয়েছে ৮৮৮১ জনের। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৩৬ জন। মারা গেছে ৩১ জন।
।
একটি মন্তব্য পোস্ট করুন