পুবের কলম,নয়াদিল্লি: হু হু করে বাড়ছে দেশে করোনা সংক্রমণ। একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৭২ হাজারেরও বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।
বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩ হাজারেরও বেশি মানুষ।বৃহস্পতিবার একদিনেই সেই সংখ্যাটিই ১৯ হাজার বৃদ্ধি পেয়ে ৭২ হাজারের গণ্ডি পার করল।
চলতি বছরে করোনা সংক্রমণের কারণে সর্বোচ্চ মৃত্যুও হয়েছে গতকালই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫-এ পৌঁছল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৫। এ দিন থেকে দেশে তৃতীয় দফার গণটিকাকরণও শুরু হচ্ছে। ৪৫ উর্ধ্ব সকলেই এই দফায় টিকা নিতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন