পুবের কলম, হুগলি:
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, বাংলায় অ্যান্টি-রোমিও স্কোয়াড তৈরি করে টিএমসি গুন্ডাদের জেলে পাঠানো হবে। তাঁর দাবি, ২ মে’র পরে ‘দিদি’ ‘জয় শ্রী রাম’ বলা শুরু করবেন। যোগী আদিত্যনাথের আরও দাবি, বিজেপি বাংলায় সরকার গঠন করতে চলেছে। এরপরে টিএমসি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডিএস পার্ক মাঠে জনসভায় বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই মন্তব্য করেন। উত্তর প্রদেশের আদলে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড' তৈরির কথা ঘোষণা করে আদিত্যনাথ বলেন, বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’।’
এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন,
‘যোগী আদিত্যানাথরা যত বেশি এ রাজ্যে এসে এ সব কথা বলবেন, ততই বিজেপির ভোট কমবে এবং রাজ্যে তাঁদের গ্রহণযোগ্যতাও কমবে। তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যে প্রতি ১৬ মিনিটে এক জন নাবালিকা নিগৃহীত হয়। আগে উনি সেসব বন্ধ করার ব্যবস্থা করুন। তারপরে বাংলার কথা ভাববেন।’
এদিন যোগী বলেন, রাম ছাড়া আমাদের কোনও কাজ হয় না। মমতা দিদি বলছেন জয় শ্রী রাম শুনতে ভাল লাগে না। কিন্তু নির্বাচন দিদিকে চণ্ডীপাঠ করতে বাধ্য করেছে। তিনি বলেন, বিজেপির ঢেউ দেখে দিদি বদলেছেন। তিনি বুঝতে পেরেছেন যে হিন্দুদের আর উপেক্ষা করা যাবে না। তখন থেকে তিনি চণ্ডীপাঠ করছেন। তাঁর দাবি, আগে দুর্গা প্রতিমা
বিসর্জনের অনুমতি ছিল না। অন্যদিকে, মুসলিমদের সবধরণের স্বাধীনতা ছিল বলেও যোগী আদিত্যনাথ মন্তব্য করেন।
অন্যান্য সভার মতো এদিনও ফাঁকা মাঠেই বক্তব্য সারলেন যোগী।
একটি মন্তব্য পোস্ট করুন