পুবের কলম প্রতিবেদক: নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি অনুসারে চালু থাকা নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কলেজ সার্ভিস কমিশন। নিয়োগের মেধা তালিকাও প্রকাশিত হয়েছে। তবে সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পন্ন করা হচ্ছে না। শুক্রবার নিয়োগের দাবিতে ধর্মতলার ওয়াই চ্যানেলে তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ সভা করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের বহু কলেজে আসন খালি রয়েছে। সেই কলেজগুলিতে যাতে এই প্রার্থীদের নিয়োগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানান তাঁরা।
উল্লেখ্য, ২০১৮ সালে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত কয়েকশো প্রার্থীকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শূন্যপদে নিয়োগ করতে হবে। এদিন চাকরিপ্রার্থীরা পদক, ঘটিবাটি বিক্রি করার প্রতীকী প্রতিবাদ জানান।
একটি মন্তব্য পোস্ট করুন