পুবের কলম, মুম্বই: ভুয়ো এনকাউন্টারে নিহত মুম্বইযের কলেজ ছাত্রী ইসরাত জাহানের মা শামিম কওসর বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিলেন সিবিআই আদালতের উপর। শামিমের সাফ কথা, ‘মেয়ে বিচার পেল না। একতরফা বিচার হল। খুনিরা ছাড়া পেয়ে গেল। এটা নতুন কিছু নয়। এটাই হয়। সমাজের মাথা ওরা। ওদের হাতেই আইন। ওদের হাতেই বিচার।' শামিম বললেন, ‘গত ১৭ বছর ধরে এই মামলাটিকে নষ্ট করা হচ্ছিল। আমার মেয়েটা বিচার পেল না। এটাই আমার আক্ষেপ।’
শামিমও ঘাড় নাড়েন। দুচোখ সজল হয়ে ওঠে। শামিম বললেন– ‘গোড়া থেকেই বিচার হল একপেশে। যখন বিশেষ তদন্ত দল রিপোর্ট দিল যে, ইশরাতকে পরিকল্পনা করে মারা হয়েছে– তখন ভেবেছিলাম– মামলা ঠিক দিকে এগোবে। কিন্তু পরে দেখলাম– ক্ষমতাশালীরা থাকলে সব ধামাচাপা পড়ে যায়। গোড়ায় বলল– আমার মেয়ে নাকি জঙ্গি! পরে বলল– এনকাউন্টারও ভুয়ো নয় ঠিকই হয়েছিল। তাহলে বিশেষ তদন্ত দল গড়ার দরকার কী ছিল? তাদের রিপোর্ট কি ভুল?’ শামিম কাঁদতে কাঁদতে বললেন– ‘ভেবেছিলাম ছাড়ব না, লড়াই করে যাব। পারলাম না। বারবার আহমদাবাদ যাওয়ার খরচ আছে– তারপর আমার বয়স হয়েছে। আর পারি না। তাই শেষপর্যন্ত কোর্টে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎই চোখেমুখে প্রত্যয় জ্বলজ্বল করে শামিমের। তিনি বলেন– ‘আমি ছাড়ব না। উকিলের সঙ্গে কথা বলছি। আবার কোর্টে যাব।’
একটি মন্তব্য পোস্ট করুন