পুবের কলম:
রাজ্যে উষ্ণতার পারদ যত চড়ছে, ততই সরগরম হয়ে উঠছে ভোট উত্তেজনা। আজ তৃতীয় দফার ভোট গ্রহণ।রাজ্যের তিন জেলা দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ার ৩১ আসনে তৃতীয় পর্বের ভোট।
শুরু থেকেই উত্তেজনা। এর আগে দ্বিতীয় ও প্রথম দফার ভোট সম্পন্ন।মঙ্গলবার সকাল
থেকেই উত্তপ্ত হয়ে উঠল হুগলি। খানাকুলে তৃণমূল প্রার্থী মুন্সি নাজবুল করিম এবং তাঁর এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
খানাকুল এলাকায় রাতভর তৃণমল কংগ্রেস হুমকি পাচ্ছে বলে অভিযোগ।
গোঘাটে বিজেপি সমর্থকের স্ত্রীকে খুনের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে
বাগনানে ধারালো অস্ত্রে আঘাতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি।
বাসন্তীর সোনাখালিতে উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে পুলিশ
তৃণমল সমর্থকের মোটরভ্যান,
খড়ের গাদায় আগুন জগৎবল্লভপুরের সুকান্তপল্লীতে উত্তেজনা
উলুবেড়িয়া উত্তরে নির্মল মাঝিকে ঘিরে বিক্ষোভ ইটবৃষ্টি।
আক্রান্ত সুজাতা মণ্ডল।মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে,
অস্বীকার বিজেপির
ফলতার জগন্নাথপুরে তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
পক্ষপাতের অভিযোগ। বিজেপি প্রার্থী এলাকায় এলে তাঁর গাড়ির সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা।
তাঁর গাড়িতে ইট ছোঁড়া হয়।
খানাকুলের ২টি বুথ ফাঁকা, কোনও ভোটার নেই।
শ্যামপুরে প্রক্সি ভোটের অভিযোগ তনুশ্রী চক্রবর্তীর।
বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে ভোটারকে ভোট দিতে যাওয়া থেকে বাধা দেওয়ার অভিযোগ। আটক ১।
বাগনানের কানাইপুরের ১৭৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের।
রায়দিঘিতে ১ হাজার টাকা কুপন বিলির অভিযোগ। বলা হয় ভোট দিলেই কুপন মিলবে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
জয়নগরের একটি বুথে সিপিএম এজেন্টকে বুথে বসতে বাধা
দেওয়ার অভিযোগ
বারুইপুর পূর্বে ছোলা-মুড়ি বিতরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে ভোট দিতে যান মহিলারা।
হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপির অভিযোগ গতকাল রাত থেকে সকাল পর্যন্ত বাড়ি গিয়ে হুমকিরঅভিযোগ তৃণমূলের দিকে।
বিষ্ণুপুরে বিজেপি সমর্থককে ভোট দানে বাধা তৃণমূলের।
আইএসএফ–তৃণমূলের সংঘর্ষ ঘিরে উত্তেজনা। তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ বাধে।
বাগনানে ২৩৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বাড়ি এসে ভয় দেখানোর অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র শকুন্তলা এলাকায় আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় উত্তেজনা।
মন্দিবাজারে আক্রান্ত তৃণমূল সমর্থকের, মারধরে মাথা ফাটল
বিজেপির এজেন্টকেও বসতে না দেওয়ার অভিযোগ উলুবেড়িয়ায়।
বাসন্তীতে উত্তেজনা, বোমাবাজি গুলি।
ক্যানিং পূর্বে ঘুঙরিতে বুথের বাইরে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ভোটারদের ভয় দেখানোর জন্য এই কাজ। অভিযোগ তৃণমূলের।
উলুবেড়িয়া উত্তরে চাটরায় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগ। ধারাল অস্ত্র দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে।
ধনেখালিতে তৃণমূল অসীমা পাত্রের অভিযোগ সারারাত টহল দিয়েছে বিজেপি। তৃণমূল তাদের ধরেছে বলে জানান তিনি।
ডায়মন্ড হারবারের বাসুলডাঙায় ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের।
বারুইপুর পশ্চিম কেন্দ্রের ৯৩ নম্বর বুথে আলো নেই। টর্চ নিয়ে আসতে বলছেন প্রিসাইডিং অফিসার। এমনটাই অভিযোগ ভোটারদের।
গোঘাটের ঘটনায় পুলিশের কাছে দায়ের হল অভিযোগ। অভিযোগ দায়ের করলেন মৃতার ছেলে।
বারুইপুর পূর্বে ৯০ নম্বর বুথে খোলা জানলার পাশে বসানো হয়েছিল ইভিএম। প্রিসাইডিং অফিসারের সাফাই অন্ধকারের জন্য জানলা খোলা হয়েছে।
বারুইপুর পূর্বে বেলেগাছি এলাকায় তাণ্ডবের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
গোঘাটে বিজেপি সমর্থক মাকে খুনের অভিযোগ। তবে দেহের বাইরে কোনও ক্ষত নেই। গ্রেপ্তার ২ জন। আটক ২। তদন্ত চলছে। কমিশনে
অভিযোগ দায়ের মৃতার ছেলে।
জাঙ্গিপাড়ায় ডি এম স্কুলের বুথে রাজ্য পুলিশ। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের। সারা রাত বাইক বাহিনী টহল দিয়েছে বলে অভিযোগ।
হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়া ১৮১ নম্বর বুথে গন্ডগোল। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ। অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী সাব্বির আহমেদের ইলেকশন এজেন্ট।
উলুবেড়িয়া উত্তরে তৃণমূল নেতার বাড়িতে ইভিএম। সেক্টর অফিসারকে সাসপেন্ড করল কমিশন। ভুল স্বীকার অভিযুক্ত সেক্টর অফিসারের। ভোটের কাজে ব্যবহৃত হবে না ওই ভিভিপ্যাট বা ইভিএম।
বাড়িতে সেল খুলে সর্বত্র নজরে রাখছেন রায়দিঘির সংযুক্ত মোর্চার প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের।
হিঞ্চেখালিতে অশান্তি। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ।
তারকেশ্বরের একটি বুথে মক পোলিংয়ের সময় ইভিএমে সমস্যা।
উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীকে পাপিয়া অধিকারীকে নিগ্রহ। আক্রান্তকে হাসপাতালে দেখতে তাকে নিগ্রহ করা হয়। পাপিয়ার অভিযোগ গত কয়েকদিন ধরেই তৃণমূলের সন্ত্রাস চলছে।
বিষ্ণুপুরে গুলি, বোমাবাজি
একটি মন্তব্য পোস্ট করুন