পুবের কলম প্রতিবেদক:
দলের মহিলা প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ'র উপর প্রাণঘাতী হামলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে কাজ করছে না। তাঁরা বিজেপি ক্যাডারের মতোই কাজ করছে। তৃতীয় দফার ভোটে নির্বাচন কমিশনে এমনই বিস্ফোরক অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সুষ্ঠুভাবে ভোট করানোর আর্জি ও বাহিনীর পক্ষপাতিত্বের বিরুদ্ধে নালিশ জানিয়ে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকেও ফোন করেন বিদায়ী পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে আট দফায়। প্রথম দুই দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হলেও তাল কাটল তৃতীয় দফার দিন। এদিন শাসকদল তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অবাধ ভোট প্রদানে বাধা ও সুষ্টু ভোট গ্রহণ প্রক্রিয়াকে ব্যাহত করার অভিযোগ তোলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে প্রভাবিত করছে বলেও অভিযোগ। আর এ নিয়েই নির্বাচন কমিশনে যায় তৃণমূল।
তৃণমূল সূত্রে খবর, আরামবাগে দলের প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা ও কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতমূলক আচরণ নিয়েই কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন