পুবের কলম, আগরতলা: করোনায় আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বুধবার মুখ্যমন্ত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। বিপ্লব দেব নিজেই তাঁর করোনা আক্রান্তের খবর টু্যইট করে জানিয়েছেন।
বিপ্লব দেব তাঁর ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে আমি ঘরেই আইসোলেশনে আছি। আমি সকলকে অনুরোধ করছি– কোভিড নির্দেশিকা মেনে চলুন– নিরাপদে থাকুন'।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারতে শেষ ২৪ ঘন্টায় আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫,৭৩৬। মোট আক্রান্তে সংখ্যা ১,২৮, ০১, ৭৮৫।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়ে উঠেছে। নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভারতের বহু রাজ্যে নাইট কারফিউ জারি হয়েছে। সব থেকে বেশি শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে মহারাষ্ট্র। সেখানে কঠোরভাবে নির্দেশিকা মেনে চলা হচ্ছে। মঙ্গলবার রাত থেকে নাইট কারফিউ জারি হয়েছে দিল্লিতেও।
একটি মন্তব্য পোস্ট করুন