পুবের কলম প্রতিবেদক: বাস মালিকদের দাবি মেনে অবশেষে ভোটের সঙ্গে যুক্ত বাস, ট্রাক ও অন্যান্য পরিবহণের ভাড়া বাড়াল নির্বাচন কমিশন। ভাড়া বাড়ানোর দাবিতে একাধিকবার কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বেসরকারি পরিবহণের মালিকরা। কিন্তু তার পরেও ভাড়া না বাড়ানোয় ভোটের জন্য বাস ও অন্যান্য গাড়ি ভাড়া না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মালিকরা। অবশেষে তাদের দাবি মেনে ভাড়া বাড়ানোয় খুশি বাস, ট্রাক ও অন্যান্য পরিবহণের মালিকরা।
একটি মন্তব্য পোস্ট করুন