আবুদল ওদুদ
২৫ এপ্রিল ভরতপুর এবং কান্দিতে বেলা ১টায় নির্বাচনী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই বেলা তিনটের দিকে বহরমপুরে আরও একটি সভা করবেন তিনি। এর পর ২৭ এপ্রিল রেজিনগর ও
বেলডাঙায় দুই প্রার্থীর জন্য এ বছরে বিধানসভা নির্বাচনের শেষ সভা করবেন তিনি।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২৩ এপ্রিল মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর সমর্থনে ঝড় তুলতে ৩টি সভা করবেন। তার মধ্যে প্রথম সভাটি রয়েছে ফরাক্কায়। ফরাক্কা এবং সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনি সভা করবেন।
ওই দিনই দ্বিতীয় সভাটি করবেন সাগরদিঘি ও
নবগ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে। বেলা ১টায় এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল মুর্শিদাবাদ কেন্দ্র এবং ভগবানগোলা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে তিনি সভা করবেন। ভগবানগোলায় এবার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সঙ্গী আইনজীবী ইদ্রিশ আলি। কাজেই জেলার বাকি ২১টি আসনের সঙ্গে এবার ভগবানগোলার আসনটি জিততে মরিয়া তৃণমূল।
২৫ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বড়ঞা ও
খড়গ্রামের প্রার্থীর জন্য। ২৩ এপ্রিল ২টি সভা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রথম সভা হবে জলঙ্গি ও ডোমকলের তৃণমূল প্রার্থীর সমর্থনে। বেলা ২টোয় দ্বিতীয় সভাটি করবেন নওদা ও হরিহরপাড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে।
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ আবু তাহের খান জানান, জেলায় এবার তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করবে। তাই শেষ দিকের প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা একাধিক সভা করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন