পুবের কলম,হায়দরাবাদ : তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সাতটি জায়গায় বুধবার হানা দিল জাতীয় ইনভেস্টেগশন এজেন্সি। সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই হানা ও তল্লাশি। এই হানার লক্ষ্য আদিবাসী, দলিত ও মানবাধিকার কর্মীরা। অভিযোগ, এদের সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে।
অন্ধ্রপ্রদেশের পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ আধিকারিকরা হাজির হয় তেলেঙ্গানা সিভিল লিবার্টিজ কমিটির সহ-সভাপতি ও হাইকোর্টের আইনজীবী ভি রঘুনাথের হায়দরাবাদের দিলসুখনগরের বাড়িতে। তল্লাশি চলে গায়ক দাপ্পু রমেশের বাসভবনে। নাগরিক অধিকার কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর এই হানাকে ধিক্কার জানিয়ে বলেছেন, জনবিরোধী নীতির বিরুদ্ধে কন্ঠস্বর তুলছেন যাঁরা তাঁদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে এই হানা। সিভিল লিবার্টিজ কমিটির সভাপতি গাদ্দাম লক্ষ্মণ বলেন, মানুষের স্বরকে দমিয়ে রাখা ছাড়া এটা আর কিছু নয় এবং এই ঘটনাই প্রমাণ করে অসহিষ্ণুতা কতটা বেড়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার চায় না কেউ তাদের প্রশ্ন করুক। সাহস করে কেউ মুখ খুললে ইউএপিএ ধারায় ভুয়ো মামলা দিয়ে দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশের পাঁচ জায়গায় এই হানাদারি চলে। এপি সিভিল লিবার্টিজ কমিটির রাজ্য সভাপতি চিত্তবাবুর রাজামুন্দ্রির আবাসনে, রেভলিউশনারি রাইটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিনাকী পানির কুর্নুলের বাড়িতে, আরেক বীরাসাম নেতা ভারালক্ষ্মীর কাদাপার বাসভবনে, আইনজীবী কে পদ্ম ও তাঁর সহকর্মী কে এস চালামের বিশাখাপত্তনমের বাড়িতে বুধবার হাজির হয় এনআইএ আধিকারিকরা।
একটি মন্তব্য পোস্ট করুন