পুবের কলম, ভোপাল:
ছত্তিশগড়ের পরে এবার মধ্যপ্রদেশ। ৬০ ঘন্টার লকডাউন জারি হল মূলত মধ্যপ্রদেশের শহরাঞ্চলগুলিতে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রাইসিস ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই সংক্রমণে লাগাম টানতে এই সিদ্ধান্ত। বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র রবিবার শহরাঞ্চলগুলিতে লকডাউন করা হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়।’
মুখ্যমন্ত্রী দফতর থেকে টু্যইট করে জানানো হয়েছে– ‘ মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজ ব্যবহার করুন। সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য প্রতিটি নাগরিকের এটাই হবে রাজ্যের প্রতি বৃহত্তম পরিষেবা'।
গত
২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার। মোট সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ ১৮ হাজার। মধ্যপ্রদেশের ইন্দোর ও ভোপাল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে ৮৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৪–৮৯৫। ভোপালে নতুন করে আক্রান্ত হয়েছে ৬১৮ জন। ইন্দোরে মোট অ্যাক্টিভ কেস ৬২৮১, ভোপালে ৪৬৮১।
মধ্যপ্রদেশে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার মানুষের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৮৮ হাজার মানুষ। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে জরুরি অস্ত্রোপচার ছাড়া সাধারণ অপারেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
অন্যদিকে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কঠোরভাবে লকডাউনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এপ্রিলের ৯ তারিখ থেকে শুরু হওয়া লকডাউন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। টানা ১০ দিন লকডাউনের নির্দেশ জারি থাকছে।
একটি মন্তব্য পোস্ট করুন