পুবের কলম, নন্দীগ্রাম: ভোট পরিস্থিতি খতিয়ে দেখতেই নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বের হন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আসতে দেখেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। মমতাকে দেখেই বেশ কয়েকজনের মুখে শোনা যায় 'জয় শ্রীরাম' স্লোগান।
বুথ থেকে মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর
উসকানিতে এই সব ঘটনা ঘটছে।আমরা আদালতে যাব। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বলে অভিযোগ
করেন তৃণমূল সুপ্রিমো। বুথ থেকেই রাজপালকে ফোন করে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকে রেয়াপাড়ায় নিজের বাড়িতে বসেই নির্বাচনের খোঁজ-খবর নিচ্ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন
জায়গা
থেকে
অশান্তির
খবরে
তিনি
কমিশনের
কাছে
সুষ্ঠুভাবে
ভোট
করানোর
জন্য
আবেদন
জানান। এরপর দুপুরে বয়ালের একটি বুথে যান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন