পুবের কলম, মুম্বই: করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী বাপ্পী লাহিড়ী।মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তাকে স্থানান্তরিত করা হয়েছে আইসিইউতে।
বাপ্পী লাহিড়ীর বয়স ৬৮ বছর। ছেলে বাপ্পা লাহিড়ী জানিয়েছেন,
'বাবার শরীর ভালো আছে। তবে তাকে আইসিইউ তে রাখা হয়েছে'। বুধবার রাতে তাকে মুম্বইয়ের
ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।'
বাপ্পা লজ অ্যাঞ্জেলেসে থাকেন। তবে বাবার অসুস্থতার কারণে মুম্বই
ফিরেছেন তিনি।
বাবার করোনা পজিটিভের প্রকাশ্যে আনেন বাপ্পী কন্যা রিমা লাহিড়ী।
বাপ্পা জানিয়েছেন, আমাদের পরিবারের কাউকে বাবার সঙ্গে দেখা
করতে দেওয়া হচ্ছে না। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বাপ্পা, বাপ্পী লাহিড়ীর সমস্ত
ফ্যান ফলোয়ারদের তার বাবার সুস্থতা কামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন