পুবের কলম, হাফল :
অসমের ডিমা হাসাও জেলার এক বুথে ৯০ জন ভোটার, অথচ ভোট পড়েছে ১৭১টি। আধিকারিকরা ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেন। এই বুথটি হাফলং নির্বাচনী এলাকায়। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট ছিল এখানে। হাফলঙ্গে ভোট পড়েছে ৭৪ শতাংশ। এই অনিময়মের ঘটনা সামনে আসতেই জেলা নির্বাচন আধিকারিক ৫ জন ভোট অফিসিয়ালকে বরখাস্ত করেছেন এবং পুনরায় ভোট নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
২ এপ্রিল অর্থাৎ ভোটের পরদিন বরখাস্তের নির্দেশ দেওয়া হলেও তা প্রকাশ্যে আসে সোমবার সকালে। 'কর্তব্যে গাফিলতি'র কথা বলে নির্বাচন কমিশন বরখাস্ত করেছে সেইখোসিয়েম ল্যাঙ্গাম (সেক্টর অফিসার), প্রহ্লাদ চন্দ্র রায় (প্রিসাইডিং অফিসার), পরমেশ্বর চরংসা (প্রথম পোলিং অফিসার), স্বরাজ কান্তি দাস (দ্বিতীয় পোলিং অফিসার) ও লালজামলো থিয়েককে (তৃতীয় পোলিং অফিসার)। এক আধিকারিক জানান, ওই প্রত্যন্ত গ্রামের মোড়ল ভোটার তালিকা নিতে অস্বীকার করেন ও নিজের মতো একটি তালিকা নিয়ে আসেন। তারপর গ্রামবাসীরা সেই তালিকা অনুযায়ী ভোট দেয়। প্রশ্ন উঠেছে, পোলিং আধিকারিকরা কেন গ্রামের মোড়লের দাবিকে মেনে নিলেন? সেই বুথে কোনও নিরাপত্তা কর্মী ছিল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।
একটি মন্তব্য পোস্ট করুন