পুবের কলম, নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে, করোনার ৮১ হাজার ৪৬৬টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪৬৯ জনের মৃত্যু হয়েছে।
একদিনে নয়া সংক্রমণের মধ্যে ৮১.২৫ শতাংশই রোগীই ৮ টি রাজ্যের। একইসঙ্গে, মোট সক্রিয় করোনা রোগীর ৭৮ শতাংশই রয়েছে পাঁচটি রাজ্যে। দেশে বর্তমানে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১। এরমধ্যে ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৯ জন সুস্থ হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১ কোটি ৬৩ লাখ ৩৯৬ জন। ২৪ ঘণ্টায় ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। মোট সক্রিয় করোনা রোগী অর্থাৎ যাদের চিকিৎসা করা হচ্ছে তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৪ হাজার ৬৯৬ যা মোট আক্রান্তদের ৫
শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, ভারতের দশটি রাজ্যে করোনা সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে। এই রাজ্যগুলো হ'ল মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। তবে মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিসগড় ও কর্ণাটকে সর্বাধিক আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে আসছে।
গত ২৪ ঘন্টার মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, দিল্লি এবং মধ্য প্রদেশে ৮১ শতাংশ নয়া সংক্রমণ হয়েছে।
দেশে সক্রিয় করোনা রোগীর ৭৮ শতাংশ রয়েছে কেবলমাত্র পাঁচটি রাজ্যে। এই রাজ্যগুলো হ'ল মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিসগড়, কেরালা এবং পাঞ্জাব। মহারাষ্ট্রে সর্বাধিক সক্রিয় করোনা রোগী রয়েছে। মোট সক্রিয় করোনা রোগীর মধ্যে, মহারাষ্ট্রে রয়েছে ৫৯.৮৪ শতাংশ, কর্ণাটকে ৫.০২ শতাংশ, ছত্তিশগড়ে ৪.৭২ শতাংশ, কেরালায় ৪.৩১ শতাংশ এবং পাঞ্জাবে ৪.০১ শতাংশ।
একটি মন্তব্য পোস্ট করুন