পুবের কলম, ওয়াশিংটন : ভিয়েনায় আগামী সপ্তাহে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে অংশ নেবে আমেরিকা। শুক্রবার এমনটাই জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বৈঠক করতে পারে মার্কিন প্রশাসন– এটা নিয়ে জল্পনা চলছিল বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই। ২০১৫ সালে আমেরিকা– ব্রিটেন– চিন– রাশিয়া– জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। সেই চুক্তির শর্ত ছিল– ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্টÉসংঘ– আমেরিকা ও অন্যান্য কিছু দেশ। সেইমতো ইরানের বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হয়। ওবামা আমলে স্বাক্ষরিত হওয়া এই চুক্তিকে ২০১৮ সালে বাতিল ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পুনরায় ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেন তিনি। বাইডেন ক্ষমতায় আসার পর সেই চুক্তিতে আমেরিকা আবার ফিরতে পারে বলে কানাঘুঁষো চলছিল। এর আগে ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ আমেরিকাকে এ ব্যাপারে অনুরোধও জানিয়েছিলেন।
সব পক্ষই যাতে চুক্তি মেনে চলে– তা নিয়ে আগামী সপ্তাহে এই আলোচনা হবে। নেড প্রাইস জানাচ্ছেন– আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তবে আমেরিকা চুক্তিতে ফিরবে কি না– তা সময়ই বলবে। বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হবে আশা রাখছি। এটি যথেষ্ট স্বাস্থ্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা মনে করি। সরাসরি আলোচনা সম্ভব না হলেও রাষ্ট্রসংঘের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রয়েছে বলে তিনি এ দিন জানান।
একটি মন্তব্য পোস্ট করুন