পুবের কলম প্রতিবেদক:
রাজ্যে নির্বাচন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন শেষ হল। মহানগর কলকাতায় নির্বাচন রয়েছে শেষ দু'দফায়। তার জন্য ভোট দিতে নাগরিকদের উৎসাহী করতে ইতিমধ্যেই নানাভাবে প্রচার শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। পোস্টার, হোর্ডিং থেকে শুরু করে টিভিতে বিজ্ঞাপন এবং বিভিন্ন ভাবে এরজন্য প্রচার চালাচ্ছে কমিশন। এবার নাগরিকদের ভোটদানে উৎসাহী করতে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে বেছে নিল নির্বাচন কমিশন। নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে দুটি ট্রামের উদ্বোধন করা হয়েছে। গড়িয়াহাট ডিপো থেকে এই ট্রামদুটির উদ্বোধন করা হয়েছে।
যার মধ্যে একটি উত্তর কলকাতা এবং অন্যটি দিক্ষণ কলকাতার নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রচার চালাবে। অথার্ৎ সারা কলকাতা ঘুরে ঘুরে ভোটদানের জন্য প্রচার চালাবে এই বিশেষ ট্রাম। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ট্রাম দুটিতে ইভিএম, ভিভি প্যাট সহ ভোট সম্পর্কিত বিভিন্ন ধরণের সরঞ্জাম রয়েছে। যার সঙ্গে নতুন ভোটারদের পাশাপাশি– পুরনো ভোটাররাও আরও ভালোভাবে পরিচিত হতে পারবেন। ভোট দান বিভিন্ন ছবি লাগানো আছে এই ট্রামে। যেখানে বড় বড় হরফে লেখা আছে ‘প্রথমবার ভোট দেন এবার চলো ভোট দিতে যায়' প্রভৃতি। কমিশনের আশা এরফলে ভোটদাতারা ভোটদানে আরও উৎসাহী হবেন।
একটি মন্তব্য পোস্ট করুন