পুবের কলম প্রতিবেদক:
কয়লা পাচারকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য হাতে এলো ইডির। জানা গিয়েছে, গত দুবছরে মূল অভিযুক্ত অনূপ মাঝি ওরফে লালা ১৩৫২ কোটি টাকা লেনদেন করেছে। শুধুমাত্র তিন মাসেই তিনি বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে ১৬৮ কোটি টাকা দিয়েছেন। সেই টাকা হাওলার মাধ্যমে দিল্লি ও বিদেশে যেত। ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন ওই টাকা যেত লণ্ডন এবং থাইল্যান্ডে। কিন্তু সেখানে কাদের কাছে এই টাকা যেত তা জানার চেষ্টা চালাচ্ছেন ইডির তদন্তকারীরা।
কয়েকদিন আগেই অশোক মিশ্রকে গ্রেফতার করেছিল ইডি। তার হোয়াটসঅ্যাপ চেক করে এই বেআইনি অর্থ লেনদেনের কথা জানতে পেরেছে ইডি। এছাড়াও অনুপ ঘনিষ্ঠ নীরজ সিং ও কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে তার অফিসে হানা দিয়ে এই সমস্ত তথ্য জানতে পেরেছে ইডির তদন্তকারীরা। কার কার কাছে এই সমস্ত অর্থ যেত তা জানার চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে ইডি আদালতে এই সমস্ত তথ্য পেশ করেছেন তদন্তকারীরা। যদিও এই টাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে দেওয়া হত বলেই ইঙ্গিত দিচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে বিশিষ্ট মহল।
অন্যদিকে অনূপ মাঝির কাছে তথ্য পেতে মরিয়া সিবিআই। তাকে বার বারই ডেকে পাঠাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। যদিও আগামী ১৩ এপ্রিল পর্যন্ত লালার রক্ষাকবচ রয়েছে। তারপরেও সিবিআইএর তলবের হাত থেকে রক্ষা পাচ্ছেন না তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন