পুবের কলম, হরিদ্বার: বৃহস্পতিবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে শুরু হয়েছে কুম্ভমেলা। সেই উপলক্ষ্যে সমাগম ঘটেছে লক্ষ লক্ষ পুণ্যার্থীর। আর শুরুতেই সেখানে করোনার থাবা বসিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই শঙ্করাচার্য চকের কৃষ্ণ আশ্রমের ৭ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া গত ৪ দিনে বেশ কয়েকশো জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে কুম্ভমেলায়।
হরিদ্বার কুম্ভমেলার স্বাস্থ্য বিষয়টির দেখভালের দায়িত্বে রয়েছেন ডা. সাঙ্গির। তিনি জানিয়েছেন, এবারের কুম্ভমেলায় এখন পর্যন্ত তিন শতাধিক পুণ্যার্থীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। উত্তরাখণ্ড সরকার মনে করছে, কুম্ভমেলায় এইভাবে শয়ে শয়ে করোনা সংক্রমণ ধরা পড়ায় এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের অর্ধ কুম্ভমেলা চলবে এক মাস ধরে।
একটি মন্তব্য পোস্ট করুন