পুবের কলম, গুয়াহাটি: মাত্র ৫ বছরের বিজেপি সরকারের মন্ত্রিত্ব থাকাকালে অসমের ডাকসাইটে নেতা হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি ১০.৮৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে তাঁর সম্পত্তি ছিল ৬.৩৮ কোটি টাকা। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.২৭ কোটি টাকা।
অসম ইলেকশন ওয়াচ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এই তথ্য প্রকাশ করেছে। এবার অসমের ৯০ জন বিধায়ক ফের ভোটে লড়ছেন। এদের সম্পত্তি গত পাঁচ বছরে গড়ে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ৯০ বিধায়কের মধ্যে প্রথম পাঁচজনের মধ্যে তিনজন বিজেপির। একজন এআইইউডিএফের– অন্যজন বিপিএফ-এর।
একটি মন্তব্য পোস্ট করুন