তৃণমূল প্রার্থীদের হয়ে এবার ভোট ভিক্ষার আসরে নামল বিধাননগর পুরনিগমের কর্মচারী সংগঠন। বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সরাসরি সমর্থন জানাল বিধাননগর পুরনিগমের পৌরকর্মচারী সমিতি। তৃণমূল পরিচালিত এই সংগঠনের সদস্যরা নিগম অঞ্চল অন্তর্গত তাঁদের দলীয় তিন প্রার্থী বিধাননগরে সুজিত বসু– রাজারহাট-নিউ টাউনে তাপস চ্যাটার্জি এবং রাজারহাট-গোপালপুরে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির সমর্থনে নিজ এলাকায় নির্বাচনি প্রচার কাজে নামছে। মঙ্গলবার এই মর্মে তেঘরিয়া রয়েল গার্ডেনে নিগমে কর্মচারীরা একটি কর্মিসভা করে। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাশিস ঘোষ বলছেন– ‘বাংলাকে রক্ষা করার জন্য এবং অশুভ সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করতে আমারা কর্মচারীরা এক্যবদ্ধ লড়াইয়ে নেমেছি’।
তিনি আরও জানান– ৪১ টি ওয়ার্ডের কমবেশি ৫০০ কর্মচারী সভায় উপস্থিত হয়ে ছিলেন। কর্মচারীরা নিজ এলাকার যাতে প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচার কাজ করেন তারই বার্তা দেওয়া হয়েছে। এদিনে কর্মচারীদের ওই সভায় যোগদিয়ে তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি বিজেপির সাম্প্রদায়িক ইস্যুকে উস্কে দিয়ে কর্মচারীদের উদ্দেশ্যে বলেন– ‘আপানারাই পারবেন ঐক্যবদ্ধ মঞ্চ গড়ে তুলে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির বিষ ভেঙে ফেলতে। আবার বত্তৃতার একটা সময় কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তাপসের বার্তা– বিগত রাজারহাট গোপাপুর পৌরসভা থেকে আমরা কর্মচারীদের পাশে রয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যবীমা সহ সামাজিক স্বীকৃতির প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন– ‘এরাজ্যে কর্মচারীরা অনেক স্বীকৃতি পেয়েছেন। কিন্তু গুজরাটে কর্মচারীদের কোন স্বীকৃতি নেই। সেখানে বেসরকারি সংস্থার মাধ্যমে কর্মীদের নিয়োগ হতে হয়। এদিনের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি– জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী মনীষ মুখ্যার্জি– রহিমা বিবি মন্ডল– শাহনওয়াজ আলি মণ্ডল– আজিজুল হোসেন মন্ডল সহ আরও অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন