পুবের কলম, মাদুরাই: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে দক্ষিণের রাজ্যে বিজেপির প্রচারে ঝড় তুলতে শুক্রবার হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এআইএডিএমকে-বিজেপি জোটের হয়ে প্রচার করতে এসে এদিন ‘জাল্লিকাট্টু’ কার্ড খেললেন তিনি। মাদুরাইয়ে এই দেশীয় খেলাটি বেশি জনপ্রিয়। সেখানকার ভোটারদের মন জয় করতেই মোদি এই ইস্যু তুলে ধরেছেন বলে মনে করছে ওয়াকিফহাল মহল। মোদি বলেন, ডিএমকে ও কংগ্রেস এই প্রথাকে অসম্মান করেছে এবং একে নিষিদ্ধ করেছিল ক্ষমতায় থাকার সময়। এদিন মোদি ইংরেজিতে ভাষণ দেন। হিন্দি ভাষা ব্যবহার করেননি। দক্ষিণের রাজনীতিতে হিন্দি গুরুত্ব পায় না বলেই এই পথ মোদির। তবে তাঁর পাশে একজন তামিল ট্রান্সলেটর ছিল। ভাষণের মাধ্যমে মোদি দক্ষিণী সংস্কৃতি ভাষাকে তুলে ধরার চেষ্টা করেন।
মোদি এদিন বলেন, কেন্দ্রে ইউপিএ সরকার ও তামিলনাড়ুতে ডিএমকে সরকার থাকার সময় জাল্লিকাট্টু নিষিদ্ধ করা হয়েছিল। একজন কেন্দ্রীয় মন্ত্রী একে ‘নিষ্ঠুর’ প্রথা বলে অভিহিত করেছিলেন। এটা কি ঠিক হয়েছিল? তামিল সংস্কৃতির এত পুরনো এক ঐতিহ্যের বিরুদ্ধে ওরা এমন ব্যবহার করল কীভাবে? এভাবেই উপস্থিত জনতাকে প্রশ্ন ছুঁড়ে দেন মোদি। ২০১৪তে বিজেপি কেন্দ্রে সরকার গড়ার পর এনডিএ ও এআইএডিএমকে জালিকাট্টুর মর্যাদা ফিরিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন। তামিল সংস্কৃতি বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলেই এমনটা করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। ডিএমকে ও কংগ্রেস নেতারা মহিলাদেরকেও সম্মান করতে জানে না বলে মোদি এদিন অভিযোগ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন