পুবের কলম প্রতিবেদক:
রাজ্য সহ দেশে প্রতিদিনই করোনা সংক্রমণের হার বাড়ছে। সেই তুলনায় কমছে সুস্থতার হার। এই পরিস্থিতিতে করোনা টিকা কি সংক্রমণ রুখতে পারবে! তা নিয়ে বার বারই উঠেছে প্রশ্ন। করোনার দ্বিতীয় টিকা নেওয়ার পরেও এবার আক্রান্ত হলেন নীল রতন মেডিকেল কলেজের এক আধিকারিক। ওই আধিকারিকের কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হয়। সেখানে হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেশে টিকাকরণ পর্ব শুরু হওয়ার পর প্রথম দফায় টিকা নিয়েছিলেন ওই আধিকারিক। পরে ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নেন। তিনি করোনায় সংক্রমিত হয়েছেন তারও এক মাস পর। প্রথমে জ্বর এবং পরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকরা।
একটি মন্তব্য পোস্ট করুন