পুবের কলম প্রতিবেদক: মানুষের উপর আস্থা নেই। এবারের ভোটে জিততে পারবে না বিজেপি। তাই ইভিএম কারচুপি করেই পার হতে চাইবে ভোট-বৈতরণী। এমনই অভিযোগ করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং রাজ্যের বিদায়ী মন্ত্রী ডা. শশী পাঁজা। তাতেই শুক্রবার অসমের ঘটনা নিয়ে ফের একবার ইভিএম কারচুপির চেষ্টা করা হবে বলে বিজেপিকে আক্রমণ করেন যশবন্ত সিনহা।
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে যশবন্ত সিনহা বলেন, গোপনসূত্রে জানা গিয়েছে এদিন গভীর রাতে গোপনে বৈঠক করেছেন বিজেপির শীর্ষনেতারা। তাতে খোলাখুলিও তাঁরা স্বীকার করেছেন যে- প্রথম দু'দফার ভোটে ফলাফল মোটেও বিজেপির অনুকূলে নয়। আগামী দিনে যেসব আসনে ভোট হবে সেখানে বিজেপির পারফরম্যান্স আরও খারাপ হবে। যশবন্ত সিনহা আরও বলেন, গভীর রাতে করা বিজেপির ওই মিটিংয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
একটি মন্তব্য পোস্ট করুন