পুবের কলম, সোনারপুর: জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ হরিপাল ও সোনারপুর থেকে প্রচার চালান তিনি।
এদিন সোনারপুরের প্রচার সভা থেকে প্রধানমন্ত্রী যা যা বললেন
একনজরে
সোনারপুরের মাটিকে প্রণাম
মমতার বহিরাগত অপমান, নেতাজিকে অপমান
বাংলাতে ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন
আমাদের শতাধিক কর্মী হত্যা করেও
এত রাগ কেন দিদি?
নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন
এত রাগ কেন?
দিদি ছাপ্পা ভোটের সুযোগ পাচ্ছেনা বলে, কমিশনকে গালি দিচ্ছেন?
নন্দীগ্রামে লড়ার সিদ্ধান্ত দিদির ভুল ছিল
তৃণমূলের লোকজনই আলোচনা করছে
বারাণসী থেকে লোকসভা ভোটে লড়বেন দিদি
বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত বলবে না
দুটপ বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে,
বাংলায় হার মেনেছেন দিদি
বাংলার বাইরে জায়গা খুঁজছেন
আপনি এবার যাচ্ছেন দিদি
বাংলার মানুষ রায় দিয়েছেন
আমফানের সময় টাকা লুঠ করেছে বিজেপি
বাংলার মেয়েরা নিজের সম্মান চায়, ন্যায় চায়
দিদি তৃণমূলের গুন্ডাদের সামলান
বাংলা চায় না, তৃণমূলের গুন্ডাদের অত্যাচার
২ মে ডাবল ইঞ্জিন সরকার
২ মে পর দ্রুতগতিতে কাজ হবে
একটি মন্তব্য পোস্ট করুন