পুবের কলম, নয়াদিল্লি: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই পরিস্থিতি রবিবার কিছুটা আশার কথা শোনালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ দিন তিনি বলেন, অদূর ভবিষ্যতে পেট্রোল, ডিজেল ও এলপিজির দাম কমবে। আর এটা প্রাথমিকভাবে সম্ভব হবে কারণ আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি খুব দ্রুত উন্নতি করছে।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, পেট্রোল– ডিজেল এবং এলপিজির দাম সবে কমতে শুরু করেছে। আগামী দিনগুলিতে দাম আরও কমবে। আমরা আগেই বলেছিলাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে তার সুবিধা সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।’ এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন ভারতে পেট্রোপণ্যের রিটেল মূল্য আন্তর্জাতিক বাজারের দর দ্বারা পরিচালিত হয় কারণ নিজেদের চাহিদা মেটাতে ভারতকে ৮৫ শতাংশ নির্ভর করতে হয় এই অপরিশোধিত তেলের উপর। সম্প্রতি পেট্রোপণ্যের দর ১৭ পয়সা কমেছে। তা হলেও এখন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯০.৫৬ টাকা। ডিজেল ৮০.৮৭ টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোলের দর লিটার পিছু ৯৬.৯৮ টাকা। আর ডিজেলের দাম লিটার পিছু ৮৭.৯৬ টাকা। পেট্রোপণ্যের পাশাপাশি রান্নার গ্যাসের দামও পাল্লা দিয়ে বেড়েছে। এক-একটি সিলিন্ডারের দাম এখন বেড়ে হয়েছে প্রায় ৮৩৫ টাকার মতো। যদিও ১ এপ্রিল ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম ১০ টাকা কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। বিরোধীদের অভিযোগ, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম আরও অনেক কমাতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন