পুবের কলম, নয়াদিল্লি: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের ৮০১-৯০০র RANKING বন্ধনীতে রয়েছে এবং এটি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স– আইআইটি মাদ্রাজ– আইআইটি দিল্লি এবং আইআইটি খড়গপুর সহ ম্যাট্রিক্সে অষ্টম স্থানে রয়েছে।
গত একবছরে কোভিড-১৯ মহামারি দ্বারা সৃষ্ট প্রতিবন্ধকতাগুলো দূরে সরিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্পের জন্য এএমইউ ভ্রাতৃত্ব অভিনন্দনের পাত্র। তিনি বলেন– বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে উঠে আসা আনন্দের বিষয়।
‘এএমইউ’র RANKING কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম সেলিম বেগ বলেন– সাংহাইয়ের যাঙ্কিং ২০২০ দেশের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের চেয়ে এএমইউ-কে উন্নত স্থান দিয়েছে এবং এটি কলকাতা বিশ্ববিদ্যালয়– দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরেই তালিকায় রয়েছে। এএমইউ ভ্রাতৃত্বের জন্য সন্তুষ্টির বিষয়।
ইন্সটিটিউট অফ রিপুট (আইওআর) হিসেবেও ‘এএমইউ’নির্বাচিত হয়েছে এবং এটি মুরাদাবাদ ও খুরজা শহরের জন্য দু’টি সমঝোতা চুক্তির স্বাক্ষর করেছে যাতে প্রযুক্তিগত অংশীদার হিসেবে কাজ করা যায় এবং আরবান লোকাল বোর্ডের তত্ত্বাবধানে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন