পুবের কলম প্রতিবেদকঃ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে তৃতীয় স্থান দখলল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সাংহাইয়ের RANKING অনুসারে প্রথম স্থান দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, দ্বিতীয় স্থানে আইআইটি মাদ্রাজ। তৃতীয় স্থানে এ রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে দিল্লি বিশ্ববিদ্যালয়– পঞ্চম আইআইটি দিল্লি– ষষ্ঠ আইআইটি খড়্গপুর– সপ্তম জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়– অষ্টম স্থানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়– নবম ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি– দশম স্থানে এইমস। আন্তর্জাতিক এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ দেশের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় সাংহাইর্ যাঙ্কিংয়ে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পড়ুয়া, গবেষকদের সাফল্য। এই সাফল্য আগামীতে ধরে রাখার চেষ্টা করব। আইআইটি
মাদ্রাজের পর স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান দ্বিতীয় স্থানে। ইংলেজি বর্ণমালা অনুসারে সাজানোর ফলে তৃতীয় হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই সাফল্যের কারণে খুবই ভালো লাগছে। আগামীতে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়।
একটি মন্তব্য পোস্ট করুন