পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার রাত থেকে অসুস্থ সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তীব্র পেটের যন্ত্রণায় কাবু তিনি। কমে গিয়েছে রক্তচাপ। শরীরে জলশূন্যতা দেখা দিয়েছে। নিজের বাড়িতেই চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ভুয়ো টিকার জেরেই কি অসুস্থ হয়ে পড়েছেন মিমি। আপাতত এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে।
উল্লেখ্য শাসকদলের এই সাংসদই প্রথম ভুয়ো টিকা কান্ডের পর্দা ফাঁস করেন।কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়ো টিকাকরণ চলছিল। গত মঙ্গলবার তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে কোভিড টিকা নিয়েছিলেন তৃণমূল সাংসদ। জানিয়েছিলেন সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহ দিতেই ক্যাম্পে গিয়ে সকলের সঙ্গে টিকা নিয়েছেন তিনি।
কিন্তু টিকা নেওয়ার পর মোবাইলে মেসেজ না আসার পরই মিমির সন্দেহ শুরু হয়। ক্যাম্পে গিয়ে সার্টিফিকেট চাইলে বলা হয় তিন-চারদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপরই নাকি পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া থামিয়ে দেন মিমি। পরে এই কান্ডের মূলচক্রী ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব কে গ্রেফতার করে পুলিশ।