কলকাতাWednesday, 30 June 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

mtik
June 30, 2021 6:31 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে তৎপর রাজ্য সরকার। তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীকে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি পালন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ক্যানসার রোগীদের হয়রানি কমাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের ক্যানসার রোগীদের চিকিত্‍সার জন্য আর মুম্বই ছুটতে হবে না। রাজ্য সরকার টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দু’টি ক্যানসার হাসপাতাল গড়তে চলেছে,  যার একটি হবে কলকাতার এসএসকেএম-এ, অন্যটি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যবাসীর সুবিধার্থেই এমন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

উল্লেখ্য,  এদিন  পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ক্যানসার হাসপাতালের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার ক্যানসার রোগীদের ২৫ শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিত্‍সা করাতে যান। কিন্তু ওখানে থেকে চিকিৎসা করাতে গিয়ে অনেক ঝক্কি পোহাতে হয় রোগীর পরিবারকে। ডাক্তার দেখানোর তারিখ পাওয়ার ক্ষেত্রেও ভীষণ অসুবিধে হয়। ফলে সমস্যায় পড়েন আক্রান্তের পরিবার।

মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত দিক বিবেচনা করার পর আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মু্ম্বইতে যে রকম রয়েছে,  টাটা মেমোরিয়াল এবং বাংলার সরকার মিলে রাজ্যে সে রকম দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলায় ক্যানসার হাসপাতাল হলে মানুষকে আর চিকিত্‍সা করাতে রাজ্যের বাইরে যেতে হবে না। 

প্রসঙ্গত, ক্যানসার চিকিত্‍সায় টাটা মেমোরিয়ালের সুনাম অনেকদিনের। একইভাবে রাজ্যে ভালো ক্যানসার চিকি‍ৎসার পরিকাঠামো ছিল না। সরকারি পরিকাঠামো বলতে একমাত্র ছিল রাজারহাটের ক্যানসার হাসপাতাল। এবার তার সঙ্গে আরও দুটি উচ্চমানের ক্যানসার হাসপাতাল যুক্ত হতে চলেছে। ফলে আগামীদিনে আর ক্যানসার চিকিত্‍সায় ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে না বাংলার বাসিন্দাদের।