কলকাতাTuesday, 13 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

সাত কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

mtik
July 13, 2021 3:59 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় সঠিক সময়ে বিধানসভার উপনির্বাচন করানোর দাবিতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার এই দাবিতে কমিশনের দ্বারস্থ হতে চলেছে শাসকদলের একটি সংসদীয় প্রতিনিধি দল। অতিমারি পরিস্থিতিতে ভোটের করালে যাতে অবস্থা খারাপ না হয়, সেই দিকেও নজর রাখা হবে বলে কমিশনকে প্রতিশ্রুতি দেবেন শাসকদলের প্রতিনিধিরা। বাংলার সাত কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন বাকি রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনও। ছয়মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে। এই অবস্থায় এখনও নির্বাচন কমিশনের তরফে কোনও ঘোষণা করা হয়নি। আর এই অবস্থায় ফের একবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ তৃণমূলের সংসদীয় দল হতে চলেছে বলে জানা যাচ্ছে।