পুবের কলম, ওয়েবডেস্ক: মোটা অঙ্কের জরিমানার মুখে পড়ল গুগল। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্লগিং সাইটটিকে ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, ফ্রান্সের বাজার নজরদারি সংস্থা ইইউ বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয়ক নিয়ম, প্রকাশক ও বার্তা সংস্থাগুলির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে গুগল বলে অভিযোগ। গুগল তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর চ্যাটবট বার্ডকে, যা পরে নাম বদলে হয় ‘জেমিনি’, প্রকাশক বা বার্তা সংস্থাদের অজান্তে তাদের তথ্যের ওপর প্রশিক্ষণ দিয়েছে। ২০২২ সালে প্রকাশকদের সঙ্গে গুগলের সমঝোতায় গুগল মোট সাতটি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে চারটি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠে। বুধবার ফ্রান্সের প্রতিযোগিতা বিষয়ক নজরদারি সংস্থা গুগলকে জরিমানার নির্দেশ দিয়েছে।