2025 IFA Shield: আইএফএ শিল্ডের সূচি ঘোষণা, মোহন-ইস্ট আলাদা গ্রুপে

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 86
পুবের কলম ওয়েবডেস্ক: আইএফএ শিল্ডের (2025 IFA Shield) সূচি ঘোষণা করে দিল রাজ্য ফুটবল সংস্থা। মহামেডান স্পোর্টিং আগেই জানিয়ে দিয়েছিল তারা এবারের আইএফএ শিল্ড খেলবে না। তবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে এক গ্রুপে রাখা হয়নি। হয়ত প্রতিযোগিতার গুরুত্বের কথা চিন্তা করেই দুই প্রধানকে আলাদা গ্রুপে রাখা হয়েছে। কারণ দুই প্রধানকে এক গ্রুপে রাখলে গ্রুপ পর্বেই প্রতিযোগিতার আকর্ষণ শেষ হয়ে যেতে পারে।
তাই মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে দুটি আলাদা গ্রুপে রাখা হয়েছে। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এ তে। গ্রুপ বি তে রয়েছে মোহনবাগান। গ্রুপ এ তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে শ্রীনিধি ডেকান ও নামধারী এফসি। আর গ্রুপ বি-তে মোহনবাগানের সঙ্গে রযেছে গোকুলম কেরালা, ইউনাইটেড স্পোর্টস। ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড (2025 IFA Shield)।
ফাইনাল হবে ১৮ অক্টোবর। প্রথম দিন অর্থাৎ ৮ অক্টোবর মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নামধারীর বিরুদ্ধে ১৪ অক্টোবর। ৯ অক্টোবর মোহনবাগানের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ গোকুলম। ১৫ অক্টোবর মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ায় শিল্ড শুরু হচ্ছে তাদের ম্যাচ দিয়েই। শিল্ডের ফাইনাল হতে পারে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
❗𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 : Fixtures for IFA Shield 2025 –
9 October 2025 :
Mohun Bagan 🆚 Gokulam Kerala15 October 2025 :
Mohun Bagan 🆚 United SC18 October 2025 : Final pic.twitter.com/gibFryCUrY
— Mohun Bagan Hub (@MohunBaganHub) October 4, 2025