২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 97

পুবের কলম প্রতিবেদক: বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগর শহরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরোদস্তুর প্রস্তুত কমিশনারেট পুলিশ।

পার্ক, রেস্তোরাঁ, পানশালার অশান্তি ও রাস্তার বিশৃঙ্খলা রুখতে আধিকারিক ও পুলিশ কর্মী মিলিয়ে একযোগে ২২০০ ফোর্স পথে থাকছে।

কমিশনারেট পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবকে সামনে রেখে কড়া নিরাপত্তা বলায়ে মোড়া থাকছে বিধাননগর শহর। সেই অংশে পথে নেমে নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ আধিকারিক।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার মর্যাদার ১২ অফিসার। ইন্সপেক্টর পুলিশ ৩১। অস্থায়ী ট্রাফিক গার্ডের কর্মী মোতায়েন থাকছে ২০০। নজরদারিতে রয়েছে মহিলা পুলিশের উইনার্স ও বিশেষ পুলিশ বাহিনী।

২৪ টি আরটিএস ও বিশেষ কুইক রেসপন্স টিম। গুরুত্বপূর্ণ মোড় অনুযায়ী ১০ টি জায়গায় হবে নাকা তল্লাশি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগর শহরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরোদস্তুর প্রস্তুত কমিশনারেট পুলিশ।

পার্ক, রেস্তোরাঁ, পানশালার অশান্তি ও রাস্তার বিশৃঙ্খলা রুখতে আধিকারিক ও পুলিশ কর্মী মিলিয়ে একযোগে ২২০০ ফোর্স পথে থাকছে।

কমিশনারেট পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্ষবরণ ও পহেলা জানুয়ারি উৎসবকে সামনে রেখে কড়া নিরাপত্তা বলায়ে মোড়া থাকছে বিধাননগর শহর। সেই অংশে পথে নেমে নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ আধিকারিক।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার মর্যাদার ১২ অফিসার। ইন্সপেক্টর পুলিশ ৩১। অস্থায়ী ট্রাফিক গার্ডের কর্মী মোতায়েন থাকছে ২০০। নজরদারিতে রয়েছে মহিলা পুলিশের উইনার্স ও বিশেষ পুলিশ বাহিনী।

২৪ টি আরটিএস ও বিশেষ কুইক রেসপন্স টিম। গুরুত্বপূর্ণ মোড় অনুযায়ী ১০ টি জায়গায় হবে নাকা তল্লাশি।