২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে ২৪ জন আইপিএস বদলি,  বদলির তালিকায় এসপি, ডিআইজি অ্যাডিশনাল এসপি-রা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 31

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ২৪ জন আইপিএস বদলি। এসপি, ডিআইজি, অ্যাডিশনাল এসপি  rank -এর অফিসারদের বদলি করার সিদ্ধান্ত নিল নবান্ন।

মুর্শিদাবাদ, রানাঘাট, পুরুলিয়ার এসপিদের বদলি, কয়েকটি জেলার অ্যাডিশনাল এসপি-কে বদলি করার নির্দেশিকা জারি হয়েছে। বদলি করা হচ্ছে ১১ জন এসডিপিও-কে। উল্লেখযোগ্য ভাবে পূর্ব মেদিনীপুরের তমলুকের এসডিপিও-কে বদলি করা হল।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

সেপ্টেম্বর মাসেই একাধিক আইপিএস অফিসারকে বদলি করে নবান্ন। প্রশাসন সূত্রে জানা যায়, সেটি ছিল রুটিন বদলি। রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বদলের কথা জানানো হয়।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

আইপিএস প্রণব কুমারকে রাজ্যের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল পদে নিয়ে আসা হয়। আগে তিনি রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র ইনস্পেক্টর ছিলেন। আইপিএস দেবব্রত দাস এত দিন পর্যন্ত ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল পদে ছিলেন। তাঁকে নিয়ে আসা হয় রেলের ইনস্পেক্টর জেনারেল পদে। আইপিএস সুনীলকুমার চৌধুরীকে বাঁকুড়া রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল পদ থেকে সরিয়ে সিআইডি-র ইনস্পেক্টর জেনারেল করা হয়। আইপিএস মিরাজ খালিদ আগে সিআইডি (অপারেশন)-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদে ছিলেন।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

তাঁকে বাঁকুড়া রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদে আনা হয়। আইপিএস আরিস বিলাল এত দিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ ডেপুটি কমিশনার পদে ছিলেন। রদবদলের পর তাঁকে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেডেন্ট পদে আনা হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে ২৪ জন আইপিএস বদলি,  বদলির তালিকায় এসপি, ডিআইজি অ্যাডিশনাল এসপি-রা

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ২৪ জন আইপিএস বদলি। এসপি, ডিআইজি, অ্যাডিশনাল এসপি  rank -এর অফিসারদের বদলি করার সিদ্ধান্ত নিল নবান্ন।

মুর্শিদাবাদ, রানাঘাট, পুরুলিয়ার এসপিদের বদলি, কয়েকটি জেলার অ্যাডিশনাল এসপি-কে বদলি করার নির্দেশিকা জারি হয়েছে। বদলি করা হচ্ছে ১১ জন এসডিপিও-কে। উল্লেখযোগ্য ভাবে পূর্ব মেদিনীপুরের তমলুকের এসডিপিও-কে বদলি করা হল।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

সেপ্টেম্বর মাসেই একাধিক আইপিএস অফিসারকে বদলি করে নবান্ন। প্রশাসন সূত্রে জানা যায়, সেটি ছিল রুটিন বদলি। রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বদলের কথা জানানো হয়।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

আইপিএস প্রণব কুমারকে রাজ্যের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল পদে নিয়ে আসা হয়। আগে তিনি রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র ইনস্পেক্টর ছিলেন। আইপিএস দেবব্রত দাস এত দিন পর্যন্ত ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল পদে ছিলেন। তাঁকে নিয়ে আসা হয় রেলের ইনস্পেক্টর জেনারেল পদে। আইপিএস সুনীলকুমার চৌধুরীকে বাঁকুড়া রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল পদ থেকে সরিয়ে সিআইডি-র ইনস্পেক্টর জেনারেল করা হয়। আইপিএস মিরাজ খালিদ আগে সিআইডি (অপারেশন)-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদে ছিলেন।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

তাঁকে বাঁকুড়া রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদে আনা হয়। আইপিএস আরিস বিলাল এত দিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ ডেপুটি কমিশনার পদে ছিলেন। রদবদলের পর তাঁকে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেডেন্ট পদে আনা হয়।