১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৫ বছরেরও মিলেনি ফ্যামিলি পেনশন? ‘ক্ষুব্ধ’ ডিভিশন বেঞ্চ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 37

পারিজাত মোল্লা:  নিহত কনস্টেবলের পরিবার ফ্যামিলি পেনশন পাইনি বছরের পর বছর। ২৫ টা বছর সরকারি অবহেলার শিকার এই পরিবার । শেষমেষ তাঁরা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের । সেই মামলাতেই কড়া অবস্থান নিল হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশেই শুক্রবার বাসে চড়ে আদালতে এলেন স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব ! অন্যদিকে মৃত কনস্টেবলের পরিবার পেনশন না পাওয়ার ঘটনায় ‘কাটমানি’র প্রসঙ্গ টেনে পুলিশ সুপারকে কটাক্ষ করেছে ডিভিশন বেঞ্চ। গত বৃহস্পতিবার মৌখিক নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, -‘ সরকারি গাড়ির বদলে শুক্রবার সকালে পাবলিক বাসে চড়ে আদালতে আসতে হবে স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিবকে’ ।

সরকারি গাড়ি ব্যবহার না করার নির্দেশ ছিল হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের ক্ষেত্রেও। এদিন শুনানির শুরুতেই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ ওই অফিসারদের কে কীভাবে আদালতে এসেছেন জানতে চান?যুগ্ম সচিব আদালতকে জানান, ‘তিনি সরকারি বসে চড়ে এসেছেন।’ ডিভিশন বেঞ্চ বাসের টিকিট দেখতে চাইলে তা অবশ্য দেখাতে পারেননি ওই আধিকারিক।

আরও পড়ুন: এবার ‘ পারিবারিক পেনশনে’ নয়া সিন্ধান্ত রাজ্যের, জানুন বিস্তারিত

আর এসপি জানান, ‘তিনি গাড়ি ভাড়া করে এসেছেন।’ এরপরই যুগ্ম সচিব এবং এসপি-র কাছে বিচারপতি জানতে চান, কেন এতদিন ওই পরিবারকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়নি?শেষ পর্যন্ত রাজ্যের আইনজীবী কে ডিভিশন বেঞ্চের আদালতের নির্দেশ, -‘ এই অফিসারদের সঙ্গেই স্বরাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন অফিসারকে আগামী সোমবার হাজিরা দিয়ে কৈফিয়ত দিতে হবে, কেন এতদিন পেনশন দেওয়া হয়নি’। ওই দিন এসপিকেও আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি রাজ্যের আইনজীবী কে ওইদিন জানাতে হবে, -‘কর্তব্যে গাফিলতির জন্য এই অফিসারদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করবে রাজ্য সরকার?’

আরও পড়ুন: হস্তান্তরের ২৫ বছর উদযাপন হংকং-এর

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৫ বছরেরও মিলেনি ফ্যামিলি পেনশন? ‘ক্ষুব্ধ’ ডিভিশন বেঞ্চ

আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার

পারিজাত মোল্লা:  নিহত কনস্টেবলের পরিবার ফ্যামিলি পেনশন পাইনি বছরের পর বছর। ২৫ টা বছর সরকারি অবহেলার শিকার এই পরিবার । শেষমেষ তাঁরা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের । সেই মামলাতেই কড়া অবস্থান নিল হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশেই শুক্রবার বাসে চড়ে আদালতে এলেন স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব ! অন্যদিকে মৃত কনস্টেবলের পরিবার পেনশন না পাওয়ার ঘটনায় ‘কাটমানি’র প্রসঙ্গ টেনে পুলিশ সুপারকে কটাক্ষ করেছে ডিভিশন বেঞ্চ। গত বৃহস্পতিবার মৌখিক নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, -‘ সরকারি গাড়ির বদলে শুক্রবার সকালে পাবলিক বাসে চড়ে আদালতে আসতে হবে স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিবকে’ ।

সরকারি গাড়ি ব্যবহার না করার নির্দেশ ছিল হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের ক্ষেত্রেও। এদিন শুনানির শুরুতেই বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ ওই অফিসারদের কে কীভাবে আদালতে এসেছেন জানতে চান?যুগ্ম সচিব আদালতকে জানান, ‘তিনি সরকারি বসে চড়ে এসেছেন।’ ডিভিশন বেঞ্চ বাসের টিকিট দেখতে চাইলে তা অবশ্য দেখাতে পারেননি ওই আধিকারিক।

আরও পড়ুন: এবার ‘ পারিবারিক পেনশনে’ নয়া সিন্ধান্ত রাজ্যের, জানুন বিস্তারিত

আর এসপি জানান, ‘তিনি গাড়ি ভাড়া করে এসেছেন।’ এরপরই যুগ্ম সচিব এবং এসপি-র কাছে বিচারপতি জানতে চান, কেন এতদিন ওই পরিবারকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়নি?শেষ পর্যন্ত রাজ্যের আইনজীবী কে ডিভিশন বেঞ্চের আদালতের নির্দেশ, -‘ এই অফিসারদের সঙ্গেই স্বরাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন অফিসারকে আগামী সোমবার হাজিরা দিয়ে কৈফিয়ত দিতে হবে, কেন এতদিন পেনশন দেওয়া হয়নি’। ওই দিন এসপিকেও আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি রাজ্যের আইনজীবী কে ওইদিন জানাতে হবে, -‘কর্তব্যে গাফিলতির জন্য এই অফিসারদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করবে রাজ্য সরকার?’

আরও পড়ুন: হস্তান্তরের ২৫ বছর উদযাপন হংকং-এর