তুরস্ক বিমানবন্দরে ৪০ ঘণ্টারও বেশি সময় আটকে ২৫০ জন যাত্রী
- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 263
পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে আটকে প্রায় ২৫০ জন যাত্রী। প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন ভারতীয় এবং ব্রিটিশ নাগরিক-সহ প্রায় ২৫০ জন যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যাত্রীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পর্যাপ্ত খাবার ছিল না। শুধুমাত্র স্যান্ডউইচ এবং একটি জলের বোতল দেওয়া হয়েছিল। ২৪ ঘণ্টা শুকনো খাবার এবং চকোলেটের উপর নির্ভর করতে হয়েছিল যাত্রীদের। হনুমান দাস নামে এক যাত্রী অভিযোগ করেছেন, যে ভার্জিন আটলান্টিকের সমস্ত কর্মী একটি হোটেলে চলে গিয়েছিলেন। শুধুমাত্র একটি টেক্সট মেসেজ করে যাত্রীদের জানানো হয়।
আপ নেতা প্রীতি শর্মা মেননের বোন এবং ভাগ্নি ওই বিমানে ছিলেন।তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, ২৪ ঘণ্টা হয়ে গেলেও কোনও বিমান সংস্থার প্রতিনিধি যাত্রীদের সঙ্গে দেখা করতে আসেননি। তাঁদের কাছে খাবার ছিল না। ২৭৫ জন যাত্রীর জন্য একটি মাত্র টয়লেট ছিল। টার্কি অ্যাডাপ্টার না থাকায় ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। বিমানে শিশু, গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী এবং বৃদ্ধরাও রয়েছেন। আপ নেতা সরকারের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। তুরস্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে, যে তারা বিমানবন্দর এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে-“আঙ্কারার ভারতীয় দূতাবাস ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স, দিয়ারবাকির বিমানবন্দর এবং তুরস্কের বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।” আরও বলা হয়েছে, “সমস্যাটির দ্রুত সমাধান করা হবে। আটকে পড়া যাত্রীদের জন্য মুম্বই যাওয়ার একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।” ভার্জিন আটলান্টিকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের মুম্বইয়ে নিয়ে যাওয়ার জন্য বিকল্প বিমান-সহ সম্ভাব্য সকল সমাধান নিয়ে বিবেচনা করছে।



















































