০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৫০ পাইলট তিমির মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
  • / 32

পুবের কলম ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্র সৈকতে আটকে পড়ে প্রায় ২৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের কনজার্ভেশন বিভাগ জানিয়েছে; পাইলট তিমি মূলত ডলফিন পরিবারেরই সদস্য। শুক্রবার তিমিগুলো দ্বীপটির উত্তর-পশ্চিম দিকে আটকে পড়ে।

বিবৃতিতে বিভাগ জানায়; হাঙরের আক্রমরে ঝুঁকি থাকায় এগুলো পুনরায় ভাসিয়ে দেওয়া সম্ভব হয়নি। কার মানুষ ও তিমি উভয়কেই আক্রম করতে পারে হাঙর।

আরও পড়ুন: মৃত তিমির পেটে ৪৪ কোটি টাকার সোনা!

কনজার্ভেশন বিভাগ জানায়; দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছে একটি প্রশিক্ষিত দল।

আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য সমন্বয় বৈঠকে দাবি বনমন্ত্রীর রাজ্যে হাতি মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে

উল্লেখ্য; চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়েছিল। মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় ২০০ তিমির মৃত্যু হয়। যদিও এ সময় ৪৪টি তিমিকে সমুদ্রে ভাসিয়ে দিতে সক্ষম হয় সেখানের কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তিমির সঙ্গে নৌকার ধাক্কায় মৃত ৫

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৫০ পাইলট তিমির মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্র সৈকতে আটকে পড়ে প্রায় ২৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের কনজার্ভেশন বিভাগ জানিয়েছে; পাইলট তিমি মূলত ডলফিন পরিবারেরই সদস্য। শুক্রবার তিমিগুলো দ্বীপটির উত্তর-পশ্চিম দিকে আটকে পড়ে।

বিবৃতিতে বিভাগ জানায়; হাঙরের আক্রমরে ঝুঁকি থাকায় এগুলো পুনরায় ভাসিয়ে দেওয়া সম্ভব হয়নি। কার মানুষ ও তিমি উভয়কেই আক্রম করতে পারে হাঙর।

আরও পড়ুন: মৃত তিমির পেটে ৪৪ কোটি টাকার সোনা!

কনজার্ভেশন বিভাগ জানায়; দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছে একটি প্রশিক্ষিত দল।

আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য সমন্বয় বৈঠকে দাবি বনমন্ত্রীর রাজ্যে হাতি মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে

উল্লেখ্য; চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়েছিল। মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় ২০০ তিমির মৃত্যু হয়। যদিও এ সময় ৪৪টি তিমিকে সমুদ্রে ভাসিয়ে দিতে সক্ষম হয় সেখানের কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তিমির সঙ্গে নৌকার ধাক্কায় মৃত ৫