৫০০ টাকার ২৭টি বান্ডিল ! সোশ্যাল মিডিয়া পোস্ট ইউপি’র পুলিশ আধিকারিকের স্ত্রীয়ের, বদলি অফিসার

- আপডেট : ৩০ জুন ২০২৩, শুক্রবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছবি তুলেই বিপত্তি বাঁধালেন এক পুলিশ অফিসারের স্ত্রী। চারিদিকে নোটের পাহাড়, আর সেখানে বসে আছেন পুলিশ আধিকারিক, তার স্ত্রী ও সন্তান। ৫০০ টাকার ২৭টি বান্ডিল! খুব দ্রুত সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এর পরেই প্রশাসনের কোপে পড়েন ওই পুলিশ আধিকারিক।
পুলিশ অফিসারের নাম রমেশচন্দ্র সাহানি। বেহতা মুজাওয়ার থানায় কর্মরত ছিলেন। এই ঘটনার পর পরই তাকে অন্যত্র বদলি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, বিছানার উপর আধশোয়া হয়ে রয়েছেন ওই পুলিশ আধিকারিকের স্ত্রী। পাশে বসে পুত্র এবং কন্যা। আর তাদের তিন জনের মাঝে রাখা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। এই ছবি ভাইরাল হতেই রমেশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও ওই পুলিশ আধিকারিকের দাবি, ছবিটি ২০২১ সালের ১৪ নভেম্বর তোলা হয়েছিল। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলে দাবি করেছেন রমেশ। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ।