১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৫ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশের ৩২টি বিমানবন্দর

সুস্মিতা
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 451

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। আগামী ১৫ মে বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ওই বিমানবন্দরগুলির পরিষেবা। তালিকায় থাকছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, রাজকোট, যোধপুর এবং কিষাণগড়ের মতো এয়ারপোর্ট।

কোন কোন বিমানবন্দর বন্ধ: যে বিমানবন্দরগুলি বন্ধ থাকবে সেগুলি মধ্যে আছে অধমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, ভাতিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন এবং জম্মু। এই তালিকায় আছে জয়সলমীর, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া (গাগল), কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার) এবং লেহ বিমানবন্দর-ও।এছাড়াও আগামী ১৫ তারিখ পর্যন্ত লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সারসাওয়া, সিমলা, শ্রীনগর, থোয়াইস এবং উত্তরলাই বিমানবন্দরেও কোনও বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবে না বলে জানানো হয়েছে ডিজিসিএ-এর তরফে।

আরও পড়ুন: বিমানের খাবার খেয়ে অসুস্থ যাত্রী, গাফিলতির অভিযোগে জরিমানা এয়ার ইন্ডিয়াকে

ইতিমধ্যেই একাধিক বিমানসংস্থার তরফে জারি করা হয়েছে বিবৃতি। ইন্ডিগো থেকে এয়ার ইন্ডিয়া, সবাই যাত্রীদের তরফে সরকারের নতুন নির্দেশিকার কথা জানিয়ে বিবৃতি জারি করেছে। আগে ১০ তারিখ পর্যন্ত বেশ কিছু এয়ারপোর্ট বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু, বর্তমানে পরিস্থিতি বিবেচনা করেই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যাঁরা ইতিমধ্যেই ছুটিতে ছিলেন তাঁদের দ্রুত কাজে ফিরতে বলা হয়েছে। শুধু কলকাতা নয়, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশের ৩২টি বিমানবন্দর

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। আগামী ১৫ মে বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ওই বিমানবন্দরগুলির পরিষেবা। তালিকায় থাকছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা, বিকানের, রাজকোট, যোধপুর এবং কিষাণগড়ের মতো এয়ারপোর্ট।

কোন কোন বিমানবন্দর বন্ধ: যে বিমানবন্দরগুলি বন্ধ থাকবে সেগুলি মধ্যে আছে অধমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, ভাতিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন এবং জম্মু। এই তালিকায় আছে জয়সলমীর, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া (গাগল), কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার) এবং লেহ বিমানবন্দর-ও।এছাড়াও আগামী ১৫ তারিখ পর্যন্ত লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সারসাওয়া, সিমলা, শ্রীনগর, থোয়াইস এবং উত্তরলাই বিমানবন্দরেও কোনও বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবে না বলে জানানো হয়েছে ডিজিসিএ-এর তরফে।

আরও পড়ুন: বিমানের খাবার খেয়ে অসুস্থ যাত্রী, গাফিলতির অভিযোগে জরিমানা এয়ার ইন্ডিয়াকে

ইতিমধ্যেই একাধিক বিমানসংস্থার তরফে জারি করা হয়েছে বিবৃতি। ইন্ডিগো থেকে এয়ার ইন্ডিয়া, সবাই যাত্রীদের তরফে সরকারের নতুন নির্দেশিকার কথা জানিয়ে বিবৃতি জারি করেছে। আগে ১০ তারিখ পর্যন্ত বেশ কিছু এয়ারপোর্ট বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু, বর্তমানে পরিস্থিতি বিবেচনা করেই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যাঁরা ইতিমধ্যেই ছুটিতে ছিলেন তাঁদের দ্রুত কাজে ফিরতে বলা হয়েছে। শুধু কলকাতা নয়, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল