পুবের কলম ওয়েবডেস্কঃ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি। একের পর এক বহুতল ভেঙে পড়ে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে থাকার কারণে মেতে সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) জোরালো কম্পন অনুভূত হয় দক্ষিণ-পশ্চিম হাইতিতে। তারপর একের পর এক ‘আফটারশক’ কেঁপে উঠতে থাকে বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজধানী পোর্ত-অউ-প্রিন্সের পশ্চিমে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২।
উপকূলীয় শহর লে কায়েসে হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে, সুনামির আতঙ্ক তৈরি হয়। প্রাথমিক ভাবে সুনামির সতর্ক বার্তা জারি করে মার্কিন সুনামি সংস্থা৷ পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
হাইতির নাগরিক সুরক্ষা এজেন্সির প্রধান জেরি চ্যান্ডলার জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে মৃত কমপক্ষে ২৯
-
সুস্মিতা - আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার
- 41
ট্যাগ :
সর্বধিক পাঠিত






























