০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুলায়মের মৃত্যুতে ৩ দিনের শোক, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য, ঘোষণা যোগী সরকারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তাঁর প্রয়াণে গভীর শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মুলায়মের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ মুলায়মের মৃত্যুর খবর পেয়ে তাঁর ছেলে এবং বিরোধী দলনেতা অখিলেশ যাদবকেও ফোন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ মুলায়মের ভাই রাম গোপাল যাদবকে ফোন করেও সমবেদনা জানান তিনি।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক৷ তিনি সমাজতন্ত্রের অন্যতম স্তম্ভ ছিলেন৷ তাঁর মৃত্যুতে সংগ্রামের একটি যুগের অবসান ঘটল৷ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, শোকস্তব্ধ পরিবার এবং সমর্থকদের আমার সমবেদনা জানাই৷’

উত্তর প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷ এটাওয়ায় মুলায়মের পৈতৃক গ্রাম সেফাইতেই আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে৷ উত্তর প্রদেশে তিনি ছিলেন সবার নেতাজি৷ ১৯৭৬ সালে প্রথমবার উত্তরপ্রদেশের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭, ৩ বারের মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ‘নেতাজি’।

১৯৯৬, ১৯৯৮, ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ‘নেতাজি’। ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত যুক্তফ্রন্ট সরকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৩৯ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মুলায়ম সিং যাদব। ১৯৫০-এর দশকে তাঁর রাজনীতির জগতে প্রবেশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুলায়মের মৃত্যুতে ৩ দিনের শোক, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য, ঘোষণা যোগী সরকারের

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তাঁর প্রয়াণে গভীর শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মুলায়মের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ মুলায়মের মৃত্যুর খবর পেয়ে তাঁর ছেলে এবং বিরোধী দলনেতা অখিলেশ যাদবকেও ফোন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ মুলায়মের ভাই রাম গোপাল যাদবকে ফোন করেও সমবেদনা জানান তিনি।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক৷ তিনি সমাজতন্ত্রের অন্যতম স্তম্ভ ছিলেন৷ তাঁর মৃত্যুতে সংগ্রামের একটি যুগের অবসান ঘটল৷ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, শোকস্তব্ধ পরিবার এবং সমর্থকদের আমার সমবেদনা জানাই৷’

উত্তর প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷ এটাওয়ায় মুলায়মের পৈতৃক গ্রাম সেফাইতেই আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে৷ উত্তর প্রদেশে তিনি ছিলেন সবার নেতাজি৷ ১৯৭৬ সালে প্রথমবার উত্তরপ্রদেশের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭, ৩ বারের মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ‘নেতাজি’।

১৯৯৬, ১৯৯৮, ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ‘নেতাজি’। ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত যুক্তফ্রন্ট সরকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৩৯ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন মুলায়ম সিং যাদব। ১৯৫০-এর দশকে তাঁর রাজনীতির জগতে প্রবেশ।