পরিচয়পত্র নেই, জামিন পেয়েও জেলবন্দি তিন কয়েদি

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 79
পুবের কলম ওয়েবডেস্ক, আসানসোল: আদালতের নির্দেশে জামিন মিলেছে ঠিকই, কিন্তু লোহার গারদের বাইরে আসা আর সম্ভব হচ্ছে না। আসানসোল সংশোধনাগারে বন্দি থাকা তিন যুবকের একই পরিণতি। জামিন হওয়ার পরও পরিচয়পত্র না থাকায় মাসের পর মাস আটকে রয়েছে তাদের মুক্তি। আইনের গেরোয় পড়ে এই তিন পরিবারের উপর নেমে এসেছে দুর্ভোগের অন্ধকার।
জানা গেছে, সংশ্লিষ্ট তিন অভিযুক্তেরই নেই বৈধ কোনও পরিচয়পত্র। কারা দফতরের নিয়ম অনুযায়ী, জামিনের পর বন্দিকে মুক্তি দিতে হলে তার পরিচয়পত্র বাধ্যতামূলক। তা না থাকায় সংশোধনাগার কর্তৃপক্ষ আইন মেনে তাঁদের ছাড়তে পারছে না। বিষয়টি জেলা প্রশাসন এবং বিচার বিভাগের দৃষ্টিগোচর করা হয়েছে বলে জানিয়েছেন সংশোধনাগার সুপারিনটেনডেন্ট চান্দ্রেয়ী হাইত।
গত শুক্রবার কারাগারে অনুষ্ঠিত হয় পুনর্মিলন উৎসব। সেখানে ছেলের টানে দুর্গাপুর থেকে ছুটে আসেন বৃদ্ধা শম্পা ভট্টাচার্য। ছেলের মুখ একবার দেখেই চোখের জল মুছলেন আঁচলে। ছেলে সুজয় ভট্টাচার্য মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ে। রেলের সামগ্রী চুরির অভিযোগে জিআরপি গ্রেফতার করে। পরে জামিন মিললেও পরিচয়পত্র না থাকায় আজও বন্দি। একই পরিস্থিতি আরও দুই যুবকের। একজনের দুই মাস, অন্যজনের তিন মাস আগে জামিন হয়েছে। কিন্তু আইনি নথিপত্র না থাকায় কারাগারের বাইরে আসা সম্ভব হয়নি।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক আম্রপালি চক্রবর্তী জানিয়েছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশি যাচাইয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ সংশোধনাগার সূত্রে খবর, বন্দিদের অভিভাবকদের মাধ্যমে ঠিকানা যাচাই ও পরিচয়পত্র সংগ্রহে উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের জটিলতা ও প্রশাসনিক গাফিলতির শিকার এই তিন যুবক আর তাদের পরিবার। দ্রুত সমাধান না হলে প্রশ্ন উঠবে বিচার ব্যবস্থার মানবিকতার দিক নিয়েই।