পুলওয়ামার ত্রালে সেনার গুলিতে নিহত ৩ জঙ্গি

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 160
পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর লড়াই। সংঘর্ষে নিহত তিন জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও করে তল্লাশি চালায়। তিনি বলেন, জঙ্গিরা জওয়ানদের লক্ষ করে গুলি চালায়। সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। গুলিতে নিহত হয় তিন সন্ত্রাসবাদী।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বৃহস্পতিবার ত্রালে নিহত তিন জঙ্গি হল, আসিফ আহমদ শেখ, আমির নাজির ওয়ানি, ইয়াওয়ার আহমেদ ভাট। তিনজনেই পুলওয়ামার ত্রালের বাসিন্দা। সূত্রের খবর পহেলগাঁও হামলায় জড়িত এই তিন জঙ্গিকেই জইশ-ই-মুহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। আসিফ জইশ-ই-মুহাম্মদ সঙ্গে যুক্ত ছিল। সে অবন্তীপোরার জেলা কমান্ডার। ২০২২ সাল থেক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত আসিফ। আমির ২০২৪ সাল থেকে পুলওয়ামায় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ইয়াওয়ারও তাই। সেও গত বছর থেকেই পুলওয়ামায় সক্রিয়।
প্রসঙ্গত, গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বা গুলির লড়াইয়ের ঘটনা। মঙ্গলবার অপারেশন কেলার অভিযানে নিকেশ হয়েছিল তিন জঙ্গি। মঙ্গলবার সোপিয়ানের জঙ্গলে ভারতীয় সেনা ও প্যারা মিলিটারি ফোর্সের যৌথ অভিযানে নিকেশ হয় তিন লস্কর-ই-তৈবা সদস্য। জঙ্গিদের মৃত্যুর পর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয়েছে গ্রেনেড, একাধিক রাইফেল, একে ৪৭, গোলা, ১০০টি ম্যাগজিন ও প্রচুর কার্তুজ । নিহত তিন জঙ্গির মধ্যে দুইজন হল শাহিদ কুট্টে এবং আদনান সফি। দুইজনেই সন্ত্রাসবাদী সংগঠন লস্কর -এ-তইবার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি-সহ পোস্টার সাঁটানো হয়েছে। ওই জঙ্গিদের কোনও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
#Encounter has started at Nader, Tral area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 15, 2025