১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরাইলি সেনা নিহত, মৃতের সংখ্যা ৮৮২

চামেলি দাস
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 93

পুবের কলম ওয়েবডস্ক: গাজায় নিজেদের ভুলে ছোড়া গুলিতে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি আর্মি রেডিও। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ‘স্থল অভিযান’-এ এখন পর্যন্ত মোট ৪৪০ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে অভিযানকালীন বিভিন্ন দুর্ঘটনায়। যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ। রিপোর্টে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন গোলাবারুদের দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে, ৬ জন অজ্ঞাত গুলিতে এবং ৫ জন কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ১৮ মার্চ থেকে আবার শুরু হওয়া অভিযানে আরও ৩২ জন সেনা নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইসরাইলি সেনাদের মধ্যে ৮৮২ জন নিহত ও ৬,০৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ইসরাইলের হামলায় ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আইসিজেতে চলছে গণহত্যার মামলা।

 

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরাইলি সেনা নিহত, মৃতের সংখ্যা ৮৮২

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডস্ক: গাজায় নিজেদের ভুলে ছোড়া গুলিতে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি আর্মি রেডিও। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ‘স্থল অভিযান’-এ এখন পর্যন্ত মোট ৪৪০ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে অভিযানকালীন বিভিন্ন দুর্ঘটনায়। যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ। রিপোর্টে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন গোলাবারুদের দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে, ৬ জন অজ্ঞাত গুলিতে এবং ৫ জন কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ১৮ মার্চ থেকে আবার শুরু হওয়া অভিযানে আরও ৩২ জন সেনা নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইসরাইলি সেনাদের মধ্যে ৮৮২ জন নিহত ও ৬,০৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ইসরাইলের হামলায় ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আইসিজেতে চলছে গণহত্যার মামলা।

 

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি