১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদহ শাখায় ৩১ লোকাল ট্রেন বাতিল

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 71

পুবের কলম প্রতিবেদকঃ দমদম স্টেশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ উত্তর শাখার বেশ কিছু লোকাল ট্রেন।

রেল সূত্রের খবর, দমদম স্টেশনের কাজের জন্য বাতিল করা হয়েছে ডাউন: ৩৩৬৫২, ৩৩৬৫৪ শিয়ালদহ-হাবরা লোকাল, ৩৩৬১২ ডাউন শিয়ালদহ-দত্তপুকুর, ৩৩৮১১, ৩৩৮১৭ আপ শিয়ালদহ-বনগাঁ, ৩৩৮২৪, ৩৩৮২৬ ডাউন শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-ডানকুনি,শিয়ালদহ-কল্যাণী সীমান্ত,শিয়ালদহ-নৈহাটি সহ ৩১ টি লোকাল ট্রেন। ট্রেন বাতিল প্রসঙ্গে পুর্ব রেলের এক আধিকারিক বলেন, “দমদমে জরুরি ট্র্যাক ও সিগন্যাল মেইনটেন্যান্সের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কাজ করা হচ্ছে। ট্রেন বাতিলের বিষয়টি আগাম জানানো হয়েছে।”

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদহ শাখায় ৩১ লোকাল ট্রেন বাতিল

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ দমদম স্টেশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ উত্তর শাখার বেশ কিছু লোকাল ট্রেন।

রেল সূত্রের খবর, দমদম স্টেশনের কাজের জন্য বাতিল করা হয়েছে ডাউন: ৩৩৬৫২, ৩৩৬৫৪ শিয়ালদহ-হাবরা লোকাল, ৩৩৬১২ ডাউন শিয়ালদহ-দত্তপুকুর, ৩৩৮১১, ৩৩৮১৭ আপ শিয়ালদহ-বনগাঁ, ৩৩৮২৪, ৩৩৮২৬ ডাউন শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-ডানকুনি,শিয়ালদহ-কল্যাণী সীমান্ত,শিয়ালদহ-নৈহাটি সহ ৩১ টি লোকাল ট্রেন। ট্রেন বাতিল প্রসঙ্গে পুর্ব রেলের এক আধিকারিক বলেন, “দমদমে জরুরি ট্র্যাক ও সিগন্যাল মেইনটেন্যান্সের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কাজ করা হচ্ছে। ট্রেন বাতিলের বিষয়টি আগাম জানানো হয়েছে।”

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ