১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
আইএসএফ থেকে ৩৪জন সদস্য তৃণমূলে যোগ দিল কুলপিতে

আফিয়া নৌশিন
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 100
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি: ভোটের আগে কুলপিতে আই এস এফে বড়সড় ভাঙ্গন, কুলপি ব্লকের ৩৪ জন আইএসএফ সদস্য তৃণমূলে যোগ দিলেন রবিবার। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকে আই এস এফ শূন্য।গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলকে পরাস্ত করে ৩৪ জন জয়লাভ করে।
আই এস এফ-এর ব্লক সভাপতি ও কুলপি ব্লকের বিরোধী দলনেতা সহ সবাই রবিবার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে সুন্দরবন জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় তৃণমূলে যোগ দিল সাংসদ বাপি হালদারের হাত ধরে। আগামী দিনের সবাই তৃণমূলের হয়ে লড়াই করবে এমনই অঙ্গীকার বদ্ধ হলেন তারা।
এর ফলে কুলপি ব্লক আইএসএফ শূন্য হল।