১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

আবুল খায়ের
  • আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার
  • / 102

পুবের কলম, ওয়েব ডেস্ক:  উত্তর প্রদেশে-র আমরোহা অঞ্চলের আত্রাসি গ্রামে এক বাজি কারখানায় সোমবার হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হয় চারজন। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে , আত্রাসি গ্রামে নিকটবর্তী জঙ্গলের এই বাজি কারখানায় আচমকা বিস্ফোরণে বিকট শব্দে ধসে পড়ে কারখানা বাড়ি-সহ টিনের চালাটি। ধ্বংসস্তূপে প্রাণ হারায় চার শ্রমিক ও আহত হয় প্রায় বেশ কিছু শ্রমিক যাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তৎপর হয়েছে রজতপুর থানার পুলিশ ও প্রশাসন। উল্লেখ্য, এই ঘটনার বেশ কিছুদিন আগে ১ মে ভাওয়ালি গ্রামে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। প্রাণ হারায় এক শিশু। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে রাহরা এলাকার ভাওয়ালি গ্রামে নদীর ধারে একটি বাড়িতে অবৈধভাবে একটি বাজি কারখানা চলছিল। বাজি প্যাকিং এবং তৈরির জন্য মজুরি দেওয়া হতো স্থানীয়দের। সেইরকম গ্রামের এক মহিলা তার সন্তানকে নিয়ে কাজে গিয়েছিলেন। মায়ের অলক্ষ্যে শিশুটি একটি দেশলাই জ্বালাতে গেলে ঘটে আচমকা বিস্ফোরণ।

স্থানীয়রাও এদিন সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়ে বলেন, বহুদিন ধরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে চলছে এই অবৈধ বাজি কারখানাগুলি, এর বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: খাবারে পেঁয়াজ পরিবেশন ঘিরে ধাবা ভাঙচুর কাঁওয়ার যাত্রীদের

 

আরও পড়ুন: অ্যাপলের বড় দায়িত্বে সাবিহ খান

আরও পড়ুন: ‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্ক:  উত্তর প্রদেশে-র আমরোহা অঞ্চলের আত্রাসি গ্রামে এক বাজি কারখানায় সোমবার হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হয় চারজন। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে , আত্রাসি গ্রামে নিকটবর্তী জঙ্গলের এই বাজি কারখানায় আচমকা বিস্ফোরণে বিকট শব্দে ধসে পড়ে কারখানা বাড়ি-সহ টিনের চালাটি। ধ্বংসস্তূপে প্রাণ হারায় চার শ্রমিক ও আহত হয় প্রায় বেশ কিছু শ্রমিক যাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তৎপর হয়েছে রজতপুর থানার পুলিশ ও প্রশাসন। উল্লেখ্য, এই ঘটনার বেশ কিছুদিন আগে ১ মে ভাওয়ালি গ্রামে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। প্রাণ হারায় এক শিশু। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে রাহরা এলাকার ভাওয়ালি গ্রামে নদীর ধারে একটি বাড়িতে অবৈধভাবে একটি বাজি কারখানা চলছিল। বাজি প্যাকিং এবং তৈরির জন্য মজুরি দেওয়া হতো স্থানীয়দের। সেইরকম গ্রামের এক মহিলা তার সন্তানকে নিয়ে কাজে গিয়েছিলেন। মায়ের অলক্ষ্যে শিশুটি একটি দেশলাই জ্বালাতে গেলে ঘটে আচমকা বিস্ফোরণ।

স্থানীয়রাও এদিন সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়ে বলেন, বহুদিন ধরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগসাজশ করে চলছে এই অবৈধ বাজি কারখানাগুলি, এর বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: খাবারে পেঁয়াজ পরিবেশন ঘিরে ধাবা ভাঙচুর কাঁওয়ার যাত্রীদের

 

আরও পড়ুন: অ্যাপলের বড় দায়িত্বে সাবিহ খান

আরও পড়ুন: ‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের