১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের গড়চিরোলি জঙ্গলে খতম ৪ মাওবাদী

চামেলি দাস
  • আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
  • / 74

পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মহারাষ্ট্রের গড়চিরোলি এলাকার ইন্দ্রাবতী জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালায় সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল কমান্ডো ইউনিট সি-৬০-র জওয়ানরা। কাওয়ান্ডে এবং নেলগুন্ডা থেকে ওই অভিযান শুরু হয়। ভারী বৃষ্টির মধ্যেই চলে তল্লাশি অভিযান। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। প্রায় ২ ঘন্টা গুলির লড়াইয়ের পর খতম হয় চার মাওবাদী। এলাকায় তল্লাশি চালিয়ে চার জনের দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন এক আধিকারিক।

ছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। বুধবার ছত্তিসগড়ের নারায়ণপুরের অবুঝমাড়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ২৭ জন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী) সংগঠনের সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-ও।

আরও পড়ুন: ফের ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেতা

বৃহস্পতিবার সুকমা এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই হয়। ওই লড়াইয়ে মৃত্যু হয় এক মাওবাদীর। গুলির লড়াইয়ে নিহত হন কোবরা বাহিনীর এক কমান্ডোও। শুক্রবার সকালে সুকমার টুমরেল এলাকায় অভিযান চালিয়ে আরও এক মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ

আরও পড়ুন: খতম তালিকায় ঝাড়খণ্ডের টপ মাওবাদী কমান্ডার তুলসী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের গড়চিরোলি জঙ্গলে খতম ৪ মাওবাদী

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মহারাষ্ট্রের গড়চিরোলি এলাকার ইন্দ্রাবতী জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালায় সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল কমান্ডো ইউনিট সি-৬০-র জওয়ানরা। কাওয়ান্ডে এবং নেলগুন্ডা থেকে ওই অভিযান শুরু হয়। ভারী বৃষ্টির মধ্যেই চলে তল্লাশি অভিযান। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। প্রায় ২ ঘন্টা গুলির লড়াইয়ের পর খতম হয় চার মাওবাদী। এলাকায় তল্লাশি চালিয়ে চার জনের দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন এক আধিকারিক।

ছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। বুধবার ছত্তিসগড়ের নারায়ণপুরের অবুঝমাড়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ২৭ জন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী) সংগঠনের সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-ও।

আরও পড়ুন: ফের ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেতা

বৃহস্পতিবার সুকমা এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই হয়। ওই লড়াইয়ে মৃত্যু হয় এক মাওবাদীর। গুলির লড়াইয়ে নিহত হন কোবরা বাহিনীর এক কমান্ডোও। শুক্রবার সকালে সুকমার টুমরেল এলাকায় অভিযান চালিয়ে আরও এক মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ

আরও পড়ুন: খতম তালিকায় ঝাড়খণ্ডের টপ মাওবাদী কমান্ডার তুলসী